ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার ৭৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ১২ জুলাই ২০২৩ | আপডেট: ১২:১৩, ১২ জুলাই ২০২৩

পার্লামেন্টে বিচার ব্যবস্থার সংস্কারজনিত বিল প্রাথমিক অনুমোদন হওয়ার প্রতিবাদে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ চলছে।

বেন গরিয়ান বিমানবন্দরের প্রবেশ পথে বিক্ষুব্ধরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। 

বিক্ষোভকারীরা রাজধানী তেল আবিবের প্রধান সড়কগুলো অবরোধ করে রেখেছেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে কয়েক দফা সংঘর্ষ হয়। 

এ ঘটনায় ৭৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। 

আন্দোলনকারীরা বলছেন, এই সংস্কার বাস্তবায়িত হলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। 

আন্দোলনে একাট্টা হয়েছে বিরোধী দলগুলো। তাদের দাবি, বিলটি বিচার বিভাগের স্বাধীনতা কমিয়ে দেবে। এর মধ্য দিয়ে ধীরে ধীরে সুপ্রিম কোর্ট রাজনীতিবিদদের অধীনস্থ হয়ে পড়বে। 

আইন সংস্কারের প্রতিবাদে রিজার্ভে থাকা ৩শ’র অধিক ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য দায়িত্ব পালন না করার শপথ নিয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি