নেত্রকোনার যুবকের ধান কাটা, মাড়াই ও বস্তায়বন্দীর যন্ত্র উদ্ভাবন
প্রকাশিত : ১১:৫১, ১২ মে ২০১৭ | আপডেট: ১২:৫১, ১২ মে ২০১৭
ধান কাটা, মাড়াই ও বস্তায়বন্দীর কৃষিযন্ত্র কম্বাইনড হারবেস্টার উদ্ভাবন করে এলাকায় সাড়া ফেলেছেন নেত্রকোনার মদন এলাকার এক যুবক। তার উদ্ভাবিত মেশিনটি দিয়ে দুই লিটার তেলে একবিঘা জমি ও সারাদিনে তিন থেকে চার একর জমির ধান কাটা যায়। সাশ্রয়ে ও কম সময়ে কাজ হওয়ায় খুশি এলাকার কৃষকসহ স্থানীয়রা।
হাওরে পাকা ধান যখন পানিতে ডুবে যায় তখন দিশেহারা হয়ে যায় কৃষক। বিষয়টি ভাবিয়ে তোলে নেত্রকোনার মদন এলাকার যুবক মোস্তুফাকে।
সেই থেকে আধুনিক যন্ত্র তৈরীর পরিকল্পনা করেন তিনি। মদন বাজারে একটি ওয়ার্কসপে পুরাতন যন্ত্র মেরামতের কাজ করেন মোস্তফা। ২০১০ সাল থেকে ৬ বছর ধরে ঐ ওয়ার্কসপ এবং বিভিন্ন এলাকা থেকে পুরাতন যন্ত্রাংশ সংগ্রহ করেন। এরপর উদ্ভাবন কৃষিযন্ত্র কম্বাইনড হারবেস্টার দিয়ে কাজ শুরু হয় গত বছর থেকে। যা দিয়ে দ্রুত সময়ের মধ্যে দিয়ে ধান কাটা, মাড়াই ও বস্তায় ভরা যায়।
যন্ত্রটি দিয়ে প্রতি দুই লিটার তেলে একবিঘা জমি ও সারাদিনে তিন থেকে চার একর জমির ধান কাটা যায়। ধান কাটার যন্ত্র তৈরীতে খরচ হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা। সরকারী সহযোগীতা পেলে আরো কম খরচে তৈরী করতে পারবেন, বলে জানান তিনি ।
যন্ত্রটি দিয়ে সহজেই ধান কাটাসহ সব কাজ হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে।
কৃষিযন্ত্র কম্বাইনড হারবেস্টার উদ্ভাবনকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন উপজেলা কৃষি কর্মকর্তা।
এ ধরণের যন্ত্র আরো তৈরিতে সরকার সহায়তা করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
আরও পড়ুন