ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রকোনায় সাত দিনব্যাপী চারুকলা বিষয়ক কর্মশালা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ৮ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

নেত্রকোনা জেলায় শিল্পকলা একাডেমির আয়োজনে ৭ দিনব্যাপী চারুকলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।    

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমিতে ৮ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চারুকলা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চলবে।

৭ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাক্টর (চারুকলা) জান্নাতুল ফেরদৌস কেয়া এবং নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিষয়ক প্রশিক্ষক ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিল্পীবৃন্দ।  

কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এই কর্মশালা শুরু হয় ৮ জানুয়ারি বিকাল ৪ টায়। কর্মশালার উদ্বোধন করেন, নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খালিদ হোসেন।

অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন জেলা শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের প্রশিক্ষক সুসহ বনিক মলু। ৪০জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কর্মশালা চলবে।

কেআই/এসি  

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি