ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেত্রনোনার দূর্গাপুরে পর্যটনের অপার সম্ভাবনা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪১, ১২ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

পর্যটনের অপার সম্ভাবনাময় এক উপজেলা নেত্রকোনার দূর্গাপুর। উচু- নিচু সবুজ পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পুরো এলাকা। পূর্বে কলমাকান্দা ও পশ্চিমে ধোবাউড়াসহ তিন উপজেলার হাজারো মানুষের যাতায়াত দূর্গাপুর দিয়ে। আছে পর্যটকদের আনাগোনাও। যোগাযোগ ব্যবস্থার কিছু উন্নয়ন পাল্টে দিতে পারে এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা।

ভারতের মেঘালয়ের গারো পাহাড়ের সাথে সীমান্তবর্তী জেলা নেত্রকোনার একটি উপজেলা দুর্গাপুর। পুরো এলাকা জুড়ে দূর পাহাড়ের হাতছানি আর অন্যন্য প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে।

হিন্দু- মুসলিমসহ গারো, হাজং, কোচ, বানাইসহ প্রায় আড়াই লাখ মানুষের বসবাস দূর্গাপুরে। একইসাথে পাশের দুই উপজেলা কলমাকান্দা ও ধোবাউড়ার অধিবাসী আর পর্যটকদের আনাগোনা আছে এখানে। কৃষিপণ্য, পাথর, কয়লা, সাদামাটি আর পাহাড়ী বনজ সম্পদে পরিপূর্ণ এই এলাকা।

তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারনে আছে ভোগান্তিও। ঢাকা থেকে নেত্রকোনার জারিয়া ঝাঞ্জাইল পর্যন্ত রেল লাইন আছে।  যদিও  দূর্গাপুর আর মাত্র ১২ কিলোমিটার। এই পথটুকুতে রেল সংযোগ হলে, পাল্টে যাবে দৃশ্যপট।

শীঘ্রই রেল লাইন সম্প্রসারণ করে দূর্গাপুর পর্যন্ত নেয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

পর্যটকদের যাত্রা সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হলে সমৃদ্ধ হবে  পর্যটন খাত,  এমনি প্রত্যাশা নেত্রকোনাবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি