ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নেদারল্যান্ডসকে ১৭৯ রানেই গুটিয়ে দিল আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১২, ৩ নভেম্বর ২০২৩

দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও'ডাউড ও কলিন অ্যাকারম্যানের দুর্দান্ত জুটির সময় কে জানত, ১৭৯ রানে অলআউট হয়ে যাবে নেদারল্যান্ডস। আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর পেছনে দুর্দান্ত ফিল্ডিংয়ের কথা তো বলতেই হয়। এর সঙ্গে ডাচদের একটু বেশি তাড়াহুড়োও ভালো একটি সংগ্রহের অপমৃত্যুর জন্য দায়ী।

চারটি রানআউট তো আর এমনি এমনি হয়নি। 

আফগানরা উইকেটের দেখা অবশ্য ইনিংসের প্রথম ওভারেই পেয়েছে। মুজিব উর রহমানের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ওয়েসলি বারেসি। এরপর ও'ডাউড ও অ্যাকারমনের ৭০ রানের জুটি। এ সময় বেশ চাপেই ছিল আফগানিস্তান।

কিন্তু আজমতউল্লাহ ওমরজাইয়ের সরাসরি থ্রোতে ম্যাক্স ও'ডাউড রানআউট হলে সম্ভাবনাময় একটি ইনিংসের ইতি ঘটে।

ম্যাক্স ও'ডাউড ৪০ বলে ৯ চারে ৪২ রান করেছেন। নেদারল্যান্ডসের ইনিংস ভেঙে পড়ার শুরু এর পর থেকে। পরের দুই উইকেটও রানআউট।

প্রথমে অ্যাকারম্যান, ২৯ রান করেছেন তিনি। তারপর কোনো রান না করেই আউট হয়েছেন স্কট এডওয়ার্ডস। মাঝে বাস ডি লিড আর সাকিব জুলফিকার মোহাম্মদ নবি ও নূর আহম্মেদের শিকার হয়েছেন।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে স্টাম্পড হয়েছেন লগান ফন বিক। একপ্রান্ত আগলে রাখা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটও রানআউটের দুর্দশার শিকার।

৮৬ বলে সর্বোচ্চ ৫৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। তাঁর ইনিংসে ৬ চার। এ ছাড়া আর বলার মতো স্কোর নেই কারো। তিন উইকেট নিয়েছেন নবি, নূর আহম্মেদ নিয়েছেন দুটি। 

কেআই//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি