ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেদারল্যান্ডস–ইকুয়েডরের ড্রয়ের মধ্য দিয়ে কাতারের বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২০, ২৬ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জিতলেই প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত। এমন সমীকরণের ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিল ইকুয়েডর। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিল স্বাগতিক কাতার।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুক্রবার ‘এ’গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। প্রথমার্ধে আসরের দ্রুততম গোল করে ডাচদের এগিয়ে দেন কোডি হাকপো। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলটি শোধ করে দেন ইকুয়েডরের এনের ভালেন্সিয়া।

এবারের আসরে নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুদলেরই দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছিল ইকুয়েডর। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল ডাচরাও। ২-০ গোলে আফ্রিকার চ্যাম্পিয়ন সেনেগালকে হারিয়েছিল তারা।

দুটি করে ম্যাচ খেলে নেদারল্যান্ডস ও ইকুয়েডর দুই দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট করে। দিনের আরেক ম্যাচে কাতারকে ৩-১ গোলে হারিয়ে দেওয়া সেনেগাল সমান ম্যাচে পেয়েছে ৩ পয়েন্ট। আর কাতার এখনো পয়েন্ট খাতা খুলতে পারেনি। ফলে তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।  

আক্রমণের পসরা সাজিয়ে ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডেভি ক্লাসেনের পাসে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন হাকপো। এবারের আসরে এটাই দ্রুততম গোল।  
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি