ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৯:৫৬, ৮ অক্টোবর ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে চ্যম্পিয়ন হলো বাংলাদেশ। নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশকে শিরোপার আনন্দে ভাসালেন শামসুন্নাহার-কৃষ্ণারা। আজ রোববার সন্ধ্যার এই ম্যাচে জয় পায় বাংলার মেয়েরা।
ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালকে কোণঠাসা করে রাখে কৃষ্ণা, স্বপ্না, মৌসুমিরা।

একাধিক সুযোগ পেলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি লাল-সবুজ জার্সিধারীরা। তবে ম্যাচের ৪৯ মিনিটে গোলের সুযোগ পেয়ে আর কোনো ভুল হয়নি। দর্শনীয় গোল করে বাংলাদেশের দর্শকদের আনন্দে ভাসান মাসুরা পারভীন। শেষ পর্যন্ত ওই এক গোলের জয়েই অনূর্ধ্ব-১৮’র ট্রফি ঘরে তুললো বাংলাদেশের মেয়েরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি