ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নেপালে করোনার প্রথম শিকার একজন মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ১৭ মে ২০২০

(ছবি- সংগৃহীত)

(ছবি- সংগৃহীত)

নেপালে করোনা ভাইরাসে আক্রান্ত হয় প্রথম এক জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ২৯ বছর বয়সী এক নারী করোনায় মারা গেছেন। তিনি একজন নবজাতকের মা। এদিকে দেশটিতে মোট করোনা সংক্রমিত লোকের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। রাজধানী কাঠমান্ডু থেকে ৯০ কিলোমিটার দূরে সিন্ধুপালচুক জেলায় এ মৃত্যুর ঘটনা ঘটে। অসুস্থ ওই মাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র সমির কুমার অধিকারী এক বিবৃতিতে বলেন, ‘নেপালে কোভিড- ১৯ এ আক্রান্ত হয়ে এটি প্রথম মৃত্যুর ঘটনা।’

ঐ নারী গত ৬ মে হাসপাতালে একটি শিশুর জন্ম দেন এবং একদিন পর হাসপাতাল ছেড়ে বাড়ি চলে যান। পরে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তিনি স্থানীয় হাসপাতালেই চিকিৎসা নিতে শুরু করেন। কিন্তু অবস্থা খারাপ হলে তাকে আরো উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নবজাতকসহ তার পরিবারের অন্য সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। নেপাল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যেখানে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে জানুয়ারিতে। দ্বিতীয় রোগী শনাক্তের পর পরই গত ২৪ মার্চ থেকে দেশটি লকডাউনে চলে যায়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি