ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

নেপালে বিধ্বস্ত বিমানের তদন্ত প্রতিবেদন প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪০, ১২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৫০, ১২ এপ্রিল ২০১৮

 

পাঁচ পৃষ্ঠার ওই প্রতিবেদনটি আজ বৃহস্পতিবার প্রকাশ করেছে তদন্তকারী দল। পাইলট ও নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে শেষ সময়ের ওই কথোপকথনের বিষয়টি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। ইউএস-বাংলার ফ্লাইট বিএস ২১১ ত্রিভুবনে বিধ্বস্ত হওয়ার আগে ককপিটে বিভ্রান্তির আভাস পাওয়া যায় ওই কথোপকথনে।

নেপালের তদন্ত কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদনে বলেছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হয় স্থানীয় সময় দুপুর ২টা ১৯ মিনিট ১০ সেকেন্ডে। দুপুর ২টা ১৭ মিনিট ৫৮ সেকেন্ড পর্যন্ত পাইলটের সঙ্গে টাওয়ারের দ্বিমুখী যোগাযোগ স্বাভাবিকভাবেই চলে। এরপর ২টা ১৮ মিনিট ৪৫ সেকেন্ড পর্যন্ত ককপিট ও টাওয়ারের মধ্যে আরও কিছু ট্রান্সমিশন হয়। কিন্তু কোনো পক্ষই অপরপ্রান্তের কথায় আর সাড়া দেয়নি।

কানাডার কোম্পানি বমবার্ডিয়ারের তৈরি ড্যাশ-৮ কিউ৪০০ মডেলের উড়োজাহাজটি রানওয়েতে বিধ্বস্ত হয় আরও ২৫ সেকেন্ড পর, এমনটিই জানিয়েছেন তদন্তকারী দলের এক কর্মকর্তা।

সূত্র: নেপালিজ টাইম
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি