ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৮ সেপ্টেম্বর ২০১৮

সাফ ফুটবল কাপে গ্র“প পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। ভূটান ও পাকিস্তাানের বিপক্ষে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ শেষ ম্যাচে জয়েই চোখ রাখছে। এর আগে দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় ভূটানের বিপক্ষে খেলবে পাকিস্তান।

শিরোপা জয়ের মিশনে ভূটানের বিপক্ষে আলো ছড়িয়ে ২ গোলের জয় পায় বাংলাদেশ।

পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তপু বর্মণের গোলে আত্মবিশ্বাসী লাল-সবুজের দল।

এবার প্রতিপক্ষ হিমালয় কন্যা নেপাল। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে নেপালিরা। তবে দারুন ছন্দে থাকা জামাল-তপুরা মাঠের পারফরম্যান্সেই নেপালকে হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে।

পাকিস্তানের বিপক্ষে হারে টুর্নামেন্টে শুরুটা ভালো ছিলো না নেপালের। তবে দ্বিতীয় ম্যাচে ভূটানকে বিধ্বস্ত করে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। শেষ চার নিশ্চিত করতে বাংলাদেশকে হারাতেই হবে তাদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি