ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা আর নেই

প্রকাশিত : ১৮:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

koyralaনিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস দলের সভাপতি সুশীল কৈরালা মারা গেছেন। তার মৃত্যুতে বুধবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ায়, এর আগে যুক্তরাষ্ট্রে তার সফল অস্ত্রোপচারও হয়েছিল। ভারতের বারানসে জন্ম হওয়া সুশীল কৈরালা ১৯৫৪ সালে রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ২০ মাস তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ষাটের দশকের শুরুতে দেশটিতে রাজা ক্ষমতা নেয়ায় দীর্ঘ ১৬ বছর রাজনৈতিক নির্বাসনে কাটাতে হয় তাকে। ১৯৭৩ সালে তিন বছর ভারতের কারাগারেও থাকতে হয়েছিল তাকে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি