নেল পলিশে লুকানো মারাত্মক বিষ!
প্রকাশিত : ২২:০৭, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:২৪, ১৪ সেপ্টেম্বর ২০১৭

আসন্ন ইদুল আজহাতে দেশের অসংখ্য মেয়েরা নেল পলিশে সাজবে। ছোট ছেলেরাও তাদের নখ সাজাবে বাহারি রঙের নেল পলিশে।হাত-পায়ের নখের সৌন্দর্য বর্ধক এই নেল পলিশ কতটা স্বাস্থ্যসম্মত বিশেষজ্ঞ মহলে তা নিয়ে প্রশ্ন উঠেছে, হয়েছে গবেষণাও। গবেষকরা বলছেন, নেল পলিশের রঙিন মোহেই লুকিয়ে আছে মারাত্মক বিষ।
এক গবেষণার বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, নেল পলিশে যে রাসায়নিক ব্যবহৃত হয় তা ইথাইল বা বিউটাইল অ্যাসিটেট অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট করার ক্ষমতা রাখে।
# বেশ কিছু দেশে এই রাসায়িক নিষিদ্ধ। ডাই-বিউটাইল ফেটালেট-টক্সিক পদার্থ থাকে এই রাসায়নিকে।
# ফর্ম্যালডিহাইড-এটি কার্সিনোজেনিক। অ্যালার্জি, চুলকানি হতে পারে এই রাসায়নিক থেকে।
# নাইট্রোসেলুলোজ- গাড়ির রঙে ব্যবহার করা হয় এই রাসায়নিক। মানুষের শরীরের জন্য এটি অত্যন্ত ক্ষতিকারক।
# প্যারাবেনস-প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় এই রাসায়নিক পদার্থ। এটি কারসিনোজেনিক।
# টলুইন- প্রজননতন্ত্র, শ্বাসতন্ত্রে সমস্যা, মাথা যন্ত্রণা, ঝিমুনি, ফাটা ত্বকের মতো সমস্যা দেখা দিতে পারে এই রাসায়নিকের অত্যধিক ব্যবহারে।
# টিপিএইচপি- প্রজননতন্ত্রে সমস্যার সৃষ্টি করতে পারে এই রাসায়নিকও।
# জাইলেন- প্রজননতন্ত্র, শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে এই রাসায়নিকে। পাশাপাশি দেখা দিতে পারে মাথা ব্যথা, ঝিমুনির মতো লক্ষণও।
# ইথাইল টসিলামাইড- অ্যান্টিবায়োটিকের ক্ষমতাকে প্রতিরোধ করে এই রাসায়নিক।
# ক্যামফোর- বিষাক্ত এই রাসায়নিকের ফলে খিঁচুনি হতে পারে। হতে পারে স্নায়ুতন্ত্রের সমস্যাও।
আরকে/ডব্লিউএন