নেহরু সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য
প্রকাশিত : ১৫:৪৮, ২৭ মে ২০১৮
ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর ৫৪তম প্রয়াণবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়সহ আরও অনেকে৷ ১৯৬৪ সালে ২৭ মে প্রয়াত হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু৷
রোববার সকালে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ট্যুইট করেন মোদী৷ অন্যদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও শ্রদ্ধা নিবেদনে হাজির হন শান্তিবনে৷
নেহরু সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য-
১) শান্তির জন্য নোবেল পুরস্কারে ১১ বার তিনি মনোনীত হন
২) তার উঁচু কলার দেওয়া জ্যাকেট নেহরু জ্যাকেট হিসেবে ফ্যাশন হয়ে ওঠে
৩) তিনি ইন্দিরা গান্ধীকে ১৪৬ টি চিঠি লিখেছিলেন, যা তার বই গ্লিমপসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রিতে তুলে ধরা হয়েছে৷
৪) দিল্লিতে লালকেল্লায় ভারতের পতাকা প্রথমে তিনিই উত্তোলন করেছিলেন৷
৫) শাম বেনেগালের টেলিভিশন সিরিজ ভারত এক খোঁজ, নেহরুর দ্য ডিসকভারি অব ইন্ডিয়াকে ভিত্তি করেই তৈরি
সূত্র: কলকাতা ২৪x৭
একে//