ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোবিপ্রবি শিক্ষার্থী আলিফের অকাল মৃত্যু

নোবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৩, ২৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৭-১৮ বর্ষের ম্যানেজ এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী আলিফ আহমেদ মারা গেছেন। আলিফ ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আইন বিভাগের চেয়ারম্যান বাদশা মিয়া।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে আলিফ ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, “মেধাবী এ শিক্ষার্থীর অকাল প্রয়ান কষ্ট ও বেদনার। তার পরিবারের সদস্যদের জন্য এ শোক সহ্য করা আরও কঠিন। তার প্রয়ানে একটি সম্ভাবনার মৃত্যু ঘটলো।”

আলিফের সহপাঠীদের থেকে জানা যায়, আলিফ গত কয়েকদিন ধরে খুব হতাশায় ভুগছিলেন। তবে, সে নিয়মিত আমাদের সাথে আড্ডা দিয়েছে, গল্প করেছে। তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না বন্ধুরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, “আলিফের অকাল মৃত্যু আমাদেরকে খুবই ব্যথিত করেছে। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করছি।”

নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আলিফকে মৃত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। পরে পরিবার তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।”

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি