ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নোবিপ্রবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৫০, ৩ ডিসেম্বর ২০১৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের ছয়তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক নিহতের রেশ কাটতে না কাটতেই এবার নির্মাণাধীন মেডিক্যাল সেন্টার থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিক আহতের ঘটনা ঘটেছে। 

গত ২৯ অক্টোব জুয়েল নামে এক নির্মাণ শ্রমিক নিহতের পর মঙ্গলবার বিকালে কর্মরত অবস্থায় মাচা ভেঙ্গে পড়ে মো. সানাউল্লাহ (৩০) এবং মো. রিয়াজ (২৮) নামে ২ নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে আহত হন। আহতদের বাড়ি নোয়াখালী জেলার সুবর্ণচরে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আহতরা দুজনে দোতলায় মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন। হঠাৎ মাচা ভেঙে দুজনে নিচে পড়ে হাত, পা এবং বুকে মারাত্মকভাবে আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

তারা অভিযোগ করেন, নির্মাণাধীন ওই মেডিক্যাল সেন্টারে শ্রমিকদের জন্য নেই কোনো সিকিউরিটি ক্যানোপি। কর্মরত শ্রমিকদের নিরাপত্তা বেল্ট ও মাথায় হেলমেট নেই। কোনো প্রকার নিরাপত্তা ছাড়াই শ্রমিকরা কাজ করে যাচ্ছে। যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন তারা কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী এ এস এম জিয়াউদ্দীন বলেন, জরুরিভাবে ক্যানোপি ব্যবহার করে শ্রমিকদের নিরাপত্তা বিধান করা প্রসঙ্গে গত ২৮ ফেব্রুয়ারী একটি চিঠি নির্মাণাধীন প্রতিষ্ঠানের নিকট পাঠানো হয়। কিন্তু তারা এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে দীর্ঘদিন পর গত ২৮ অক্টোবর ঠিকাদার মাহমুদ হাসান শিবলু ওই চিঠিতেই সেফটি ক্যানোপি সিডিউল ধরা নেই লিখে স্বাক্ষর দিয়ে আবার পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরে প্রেরণ করেন।

তিনি বলেন, আমরা শ্রমিকদের নিরাপত্তা বিধান প্রসঙ্গে তাদের চিঠি দিয়েছি। এখন তারা যদি ব্যবস্থা না নেয় তাহলে তো আমাদের কিছু করার নেই। সেফটি ক্যানোপি সিডিউল ধরা তো আমাদের কাজ না। এটি তাদের কাজ। কোনো শ্রমিক আহত হলে তার দায়ভার তাদেরকেই নিতে হবে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি