নোয়াখালীতে একদিনে পানিতে ডুবে দুই সহোদরসহ ৬ শিশুর মৃত্যু
প্রকাশিত : ০৯:০২, ৬ জুলাই ২০২৩ | আপডেট: ১২:০৫, ৬ জুলাই ২০২৩
নোয়াখালীর চার উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই সহোদর ভাইসহ ৬ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলার কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে দুইজন, সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে দুইজন, কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নে একজন ও হাতিয়ার নলচিরা ইউনিয়নে একজনসহ মোট ছয় শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলো সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. হোসেনের মেয়ে রিয়া বেগম (৯) ও তার ভাই সালাউদ্দিনের মেয়ে নাসরিন আক্তার (১১), কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের ছিদ্দিক ভূঁইয়া বাড়ির আবু নাছেরের ছেলে রিফাত (৯) ও রিফান (৭)।
এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আক্তার হোসেনের ছেলে আবু বক্কর (২) এবং হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের লামছরি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে নিহা (৫)।
কবিরহাট, কোম্পানীগঞ্জ, চরজব্বার ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গত দুই দিনে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগে পানিতে ডুবে আরও তিন শিশুর মৃত্যু হয়।
এএইচ
আরও পড়ুন