নৌকাবাইচের মাধ্যমে শেষ হলো সুলতান উৎসব(ভিডিও)
প্রকাশিত : ০৯:৫৮, ৯ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১০:৪৬, ৯ সেপ্টেম্বর ২০১৮
নৌকাবাইচের মাধ্যমে নড়াইলে শেষ হলো চারদিনের সুলতান উৎসব। পুরুষের সঙ্গে বৈঠা নিয়ে পাল্লা দেয় নারীরাও। প্রতিযোগিতা ঘিরে চিত্রানদীর পাড়ে সৃষ্টি হয় আনন্দের হিল্লোল।
বৈঠার টান, ঢাক-ঢোলের শব্দ ও কাঁসা-পিতলের ঝংকারে চিরচেনা চিত্রার রূপ যেন হঠাৎ বদলে যায়। তালে তালে এগুতে থাকে নারীদের চারটি ও পুরুষদের ১৮টি নৌকা।
শনিবার বিকেলে নৌকাবাইচ শুরুর আগেই চিত্রার দুই পাড়, রূপগঞ্জ বাজারের বিভিন্ন ভবনের ছাদসহ, আশপাশের এলাকা হয়ে ওঠে লোকে লোকারণ্য। নৌকা, ট্রলার, স্পিডবোটেও অনেকে উপভোগ করেন এই প্রতিযোগিতা।
নৌকাবাইচের আগে হয় সাঁতার। আর সব আয়োজন ছিল শিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে।
জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিযোগিতায় সহায়তা করে প্রাণআপ। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
আরও পড়ুন