নৌযান গ্রীণ লাইনের সাথে বাল্কহেডের সংঘর্ষ
প্রকাশিত : ১৯:৪২, ২২ এপ্রিল ২০১৭
নৌযান গ্রীণ লাইন
বরিশালে কীর্তনখোলা নদীতে নৌযান গ্রীণ লাইনের সাথে বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও জাহাজটির তলা ফেটে নদীতে আংশিক ডুবে গেছে।
শনিবার বিকেলে নগরীর চরবাড়িয়া ইউনিয়নের তালতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে দিবা সার্ভিসের নৌযান গ্রীন লাইন-২। সেসময় নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডটি ডুবে যায়। তবে জাহাজের যাত্রী এবং বাল্কহেডের চালক-কর্মচারীরা সকলেই নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়। এদিকে ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রীণ লাইনের ঢাকা যাত্রা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন