নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত
প্রকাশিত : ২২:১৮, ২৮ ডিসেম্বর ২০২৪
মেঘনা নদীতে লাইটার জাহাজের সাতজনকে খুনের ঘটনার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চলা নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহা আলম এই ঘোষণা দিয়েছেন।
তিনি জানান, নৌ শ্রমিকদের খুনের সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত, আহতদের ক্ষতিপূরণ দেওয়া ও নিহতদের পরিবারকে সহায়তা এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ ঘোষণার আগ পর্যন্ত সারা দেশে বন্ধ ছিল সকল প্রকার পণ্যবাহী নৌযান চলাচল। এই ধর্মঘটে অচলাবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। খালাসের অপেক্ষায় রয়েছে ১০ লাখের বেশি টন পণ্য। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও জ্বালানি পণ্যও রয়েছে।
এমবি
আরও পড়ুন