ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নৌযান শ্রমিকদের ধর্মঘটের ২য় দিন আজ

প্রকাশিত : ১২:৩২, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৩২, ২২ এপ্রিল ২০১৬

১৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মত চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘট। আর এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। মালিকদের বিশেষ ব্যবস্থাপনায় বরিশাল, চাঁদপুরসহ আরও দুই একটি জায়গা থেকে লঞ্চ রাজধানীর সদরঘাটে পৌছালেও, যাত্রীদের অভিযোগ স্থানীয় টার্মিনালে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। আর ধর্মঘটের কারণে যাত্রী কম বলেও জানান, ঢাকায় আসা লঞ্চের শ্রমিকরা। শুক্রবার ভোর পাঁচটার দৃশ্য এটি। নেই লঞ্চের সাড়ি। সদরঘাট র্টামিনালে চিরচেনা কোলাহলও নেই যাত্রীদের। চলছে শ্রমিক ধর্মঘট। আর তা না জানায় বৃহস্পতিবার রাতে এসে অনেকেই আটকে গেছেন সদরঘাটে। অগত্যা, রাত যাপন করতে হয়েছে যাত্রী বিশ্রামাগারের বেঞ্চ আর মেঝেতে শুয়েই। ভোড় পৌনে ছয়টা। বরিশাল- মুলাদী আর চাঁদপুর থেকে কয়েকটি লঞ্চ এসে ঘাটে ভীড়লেও, তাতে যাত্রী অনেকটাই কম। যাত্রীরা বলছেন, শ্রমিক ধর্মঘটে স্থানীয় ঘাটগুলোতে নাকাল হতে হয়েছে তাদের। ঢাকায় আসা লঞ্চের শ্রমিকরা বলছেন, স্ব-স্ব লঞ্চের মালিকদের সঙ্গে বেতন বোনাসের বনি-বনা না হওয়াতেই ধর্মঘট করছে শ্রমিকেরা। ভোগান্তি কমাতে দ্রুত এই সমস্যার সমাধান চান যাত্রীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি