ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক সম্মেলন (ভিডিও)

প্রকাশিত : ২০:৩৯, ৩০ মার্চ ২০১৯

চট্টগ্রামে অনুষ্ঠিত হল ‘ন্যাচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক দুইদিনের আন্তর্জাতিক সম্মেলন। ৬ষ্ঠবারের মতো সম্মেলনের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর ইউমেন। ভবিষ্যত বিজ্ঞানী ও গবেষকদের জন্য এই সম্মেলন প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে মনে করছেন আয়োজকরা। এই সম্মেলনের মিডিয়া পার্টনার একুশে টেলিভিশন। 

বিশ্বের নামি-দামি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের সাথে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে দেশের গবেষণার ক্ষেত্রে আরো সমৃদ্ধ করার পাশাপাশি নারীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে আয়োজন করা হয় এই আন্তর্জাতিক সম্মেলনের। এই সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের কয়েক শ’ শিক্ষক, বিজ্ঞানী ও তরুণ গবেষক। সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা পরিবেশ, স্বাস্থ্য, বিজ্ঞান সম্পর্কে নিজেদের সাম্প্রতিক গবেষণা, মতামত তুলে ধরেন।

সমাজ ও পারিপার্শ্বিক উন্নয়নের স্বার্থেই নারীদেরকে বিজ্ঞানের সাথে আরো বেশি যুক্ত করা জরুরি, বলছেন আয়োজকরা। নারীদের কাছে বিজ্ঞানকে জনপ্রিয় ও সহজবোধ্য করার লক্ষ্য নিয়েই এ সম্মেলনের আয়োজন বলছেন তারা।

এমন আন্তর্জাতিক প্লাটফর্মে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত অনেকেই। দু’দিনের এই সম্মেলনের মিডিয়া পার্টনার ছিল একুশে টেলিভিশন।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি