ন্যাশনাল ব্যাংকের প্রশংসনীয় উদ্যোগ
প্রকাশিত : ১১:৪৭, ৯ এপ্রিল ২০২০
প্রাণঘাতী করোনা প্রাদুর্ভাবে কাঁপছে গোটা বিশ্ব। সংকটজনক এ পরিস্থিতিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়ে জনগণকে ব্যাংকিং সেবাসমূহ অব্যাহত রেখেছেন। বিষয়টি ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে তথা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করার তাগিদ দেন।
কর্তব্য পালন করতে গিয়ে অগত্যা কোনও কর্মকর্তা-কর্মচারী সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করলে তার পরিবারকে উপযুক্ত স্বাস্থ্য প্রমাণ সাপেক্ষে দুই লাখ টাকা এককালীন অনুদান দেওয়ার কথা চেয়ারম্যান ঘোষণা করেছেন। এই প্রণোদনা একজন কর্মকর্তা-কর্মচারীর অন্যান্য প্রাপ্যাদির অতিরিক্ত বলে বিবেচিত হবে। এছাড়া ব্যাংকিং সেবা প্রদানকালে কোনও কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাস-এ সংক্রমিত হলে তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভারও ব্যাংক বহন করবে এই মর্মেও তিনি ঘোষণা প্রদান করেন। বিজ্ঞপ্তি
একে//
আরও পড়ুন