ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নড়াইলে চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশত বার্ষিকী উদযাপিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১০ আগস্ট ২০২৪ | আপডেট: ১১:৫১, ১০ আগস্ট ২০২৪

নড়াইল জেলায় আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে।

শনিবার সকালে শিল্পী এস এম সুলতানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কোরআন খানী, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, আনসার ভিডিপির জেলা অ্যাডজুটেন্ট বিকাশ চন্দ্র বিশ্বাস,

এসএম সুলতান সংগ্রহ শালার কিউরেটর তন্দ্রা মুখার্জিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান। ১৯২৪ সালের ১০ আগষ্ট তৎকালিন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা, পাখির কলকাকলীতে ভরা মাছিমদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তার পিতা মোঃ মেছের আলি  মাতা মোছাঃ মাজু বিবি ।

এ চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটির্ষ্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্টীয় ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন।

নড়াইল জেলায় আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশত বার্ষিকী উদযাপিত হয়েছে।

সূত্র; বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি