ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

নড়াইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২ ফেব্রুয়ারি ২০১৮

নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে

শুক্রবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও নিরাপদ খাদ্য ও ভেজাল বিরোধী উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও-প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বকাতব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল আরিফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ারুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু প্রমূখ। কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি