ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৬, ৬ জুন ২০২৪

Ekushey Television Ltd.

জেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার বিকেলের দিকে শহরের মুচিরপোল এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ চৌরাস্তায় এসে শেষ হয় আনন্দ মিছিলটি। 

মিছিল শেষে জেলা যুবলীগের সভাপতি এডভোকেট গাউসুল আজম মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ইকবাল, সৈয়দ শরিফুল ইসলাম নান্তু, সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ তুফান ও যুবলীগ নেতা জাহাঙ্গীর সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা জনকল্যাণমুখী বাজেট সংসদে পেশ করায় জননেত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বাসস

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি