ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, দেবর-ভাবি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৭, ১১ মার্চ ২০২৫ | আপডেট: ১০:১৯, ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া দীননাথপাড়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮ ) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

সোমবার (১০ মার্চ) দুপুরে লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পান্নু ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশী পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে ঘরের ভেতর নিয়ে  ধর্ষণের চেষ্টা করে সে। 

পরে স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা’কে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
 
ওই শিশুটির বাবা বলেন, আমার ছোট শিশুটি বরই কুড়াতে এলে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, শিশু ধর্ষণ চেষ্টার মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি