ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলের ২৩টি গ্রাম উচ্ছেপল্লী হিসেবে পরিচিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ১৭ এপ্রিল ২০১৭

নড়াইলের উচ্ছেপল্লী

নড়াইলের উচ্ছেপল্লী

Ekushey Television Ltd.

নড়াইলের নলদী ইউনিয়নের ২৩টি গ্রাম এখন উচ্ছেপল্লী হিসেবে পরিচিত। ভোরের সূর্য উঠার আগে পুরো এলাকা জুড়ে শুরু হয় উচ্ছে তোলার কাজ, চলে সকাল ১০টা পর্যন্ত চলে। শিশু-কিশোর, নারী-পুরুষ সবাই একযোগে উচ্ছে সংগ্রহ করেন। আর এ উচ্ছে চাষে প্রায় ১০ হাজার কৃষক পরিবারে এসেছে আর্থিক স্বচ্ছলতা।
নড়াইলের লোহাগড়ার নলদী ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ পাতা আর হলুদ ফুলের উচ্ছে ক্ষেতে মৌমাছির উড়াউঁড়ি। পাতার ভাজে ভাজে লুকিয়ে আছে উচ্ছে আর উচ্ছে। ভালো ফলন হওয়ায় বেশ খুশী কৃষকরা।
এই অঞ্চলের ২৩টি গ্রাম এখন উচ্ছে পল্লী, নারীরাই এর চালিকা শক্তি। অথচ কয়েক বছর আগেও শুষ্ক মওসুমে এসব জমি অনাবাদি পড়ে থাকতো। মওসুমের শুরুতে ৮০ টাকা দরে প্রতি কেজি উচ্ছে বিক্রি হয়েছে। বর্তমানে পাইকারি দাম ২০ টাকা কেজি।
প্রতিদিন নড়াইলে অন্তত ৫০টি স্থানে বসে উচ্ছের পাইকারি বাজার। ব্যবসায়ীরা এখান থেকে উচ্ছে নিয়ে যান ঢাকা, যশোর, ঝিনাইদহ, খুলনা, মাগুরাসহ বিভিন্ন জেলায়।
এ বছর ২১০ হেক্টর জমিতে ৮৭৫ মেট্রিক টন উচ্ছের ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
আবহাওয়া অনকূলে থাকলে আড়াই থেকে তিনমাস পর্যন্ত উচ্ছের ভালো ফলন ও দাম পাওয়ার প্রত্যাশা করছেন কৃষকরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি