ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নয়া লুকে শাহিদ কাপুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পদ্মাবত সিনেমায় তিনি রানা রতন সিং। এ চরিত্রে ইতিমধ্যে দর্শকদের হৃদয় জয় করেছেন শাহিদ কাপুর। রনবীর, দিপীকার পাশাপাশি চরিত্র অনুযায়ী তার অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছে। পদ্মাবতের সাফল্যের রেশ কাটতে না কাটতে শাহিদ কাপুর এবার নতুন সিনেমার কাজ শুরু করেছেন। যদিও পদ্মাবতের মুক্তির আগে থেকেই শাহিদ কাপুর তার নতুন সিনেমা ‘বাত্তি গুল মিটার চালু’-মোশ্যান পোস্টার ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন। এবার প্রকাশ পেয়েছে সেই সিনেমাতে শাহিদের নয়া লুক।

শুক্রবার থেকে শুরু হয়েছে শাহিদের আগামী সিনেমা ‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমার শ্যুটিংয়ের কাজ। মূলত উত্তরাখন্ডের বিভিন্ন জায়গাতেই চলবে এই সিনেমার সিংহভাগের শ্যুটিং। প্রথমদিনের শ্যুটিংয়ে এসেই নিজের নয়া লুকের একটি ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন শাহিদ কাপুর। ছোট চুল, গালে হালকা দাড়ি এবং কালো রংয়ের জ্যাকেটে শাহিদ ফিরে এসেছেন সেই হিরো ইমেজে।

পোস্টে তিনি লিখেছেন, ‘বাত্তি গুল মিটার চালু’র সেটে প্রথম দিন। শ্যুটিং চালু হল৷’ সিনেমাতে শাহিদ ছাড়াও অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর এবং ইয়মী গৌতম। তবে কে কোন চরিত্রে অভিনয় করছেন তা এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক শ্রী নারায়ন সিং৷

‘বাত্তি গুল মিটার চালু’ সিনেমায় পরিচালনা করছেন শ্রী নারায়ন সিং৷ ‘টয়লেট এক প্রেম কথা’ সিনেমার সাফল্যের পর এটাই তার নতুন সিনেমা। সিনেমাতে শাহিদ কাপুর একজন সাধারণ মানুষের ভূমিকায় অভিনয় করছেন। মূলত ভারতের ইলেকট্রিসিটি দুরাবস্থা নিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা।

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ৩১ অগাস্ট।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি