ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নয়াপল্টনে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশিত : ১৪:৫৬, ২৫ জুন ২০১৯ | আপডেট: ১৫:০৮, ২৫ জুন ২০১৯

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরেই সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্রদল। এ ঘটনায় দু’পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে একটায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা প্রবেশ করতে গেলে তাদের বাধা দেয়া হয়। এ সময় উভয়পক্ষে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া কার্যালয়ের ভেতরে দুটি জানালা ভাঙচুর করা হয়। সংঘর্ষের ফলে অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপির নেতারা।

বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মামুন বিল্লাহ বলেন, ‘বিএনপি কার্যালয়ে অবস্থান নেয়া নেতাকর্মীদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়েছেন।’ তাদের দাবি মানতে আগামীকাল বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানা এ নেতা।

উল্লেখ্য, বয়সসীমা বাতিল করে ধারাবাহিক কমিটির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা। এর আগে সোমবারও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতারা। সে সময় ছাত্রদলের নতুন কমিটির জন্য সার্চ কমিটিতে থাকা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন কার্যালয়ে ঢুকতে চাইলে তাকে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ কর্মীরা।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি