ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নয়াপল্টনে বিএনপির জনসভা আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ১ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:২৬, ১ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শর্তসাপেক্ষে আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে জনসভা করবে বিএনপি। এছাড়া সকাল ১০টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে নেতারা ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। রোববার বিকেল ৩টায় রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে দলের পক্ষ থেকে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ দুপুর ২টায় জনসভার জন্য গত বুধবার প্রশাসনের পক্ষ থেকে মৌখিক অনুমতি পায় বিএনপি। জনসভা সফল করতে এর আগে যৌথসভার আয়োজন করে নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা দেওয়া হয়। জনসভাকে কেন্দ্র করে ঢাকা মহানগর বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। 
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি