ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নয়াপল্টনে বিএনপির সমাবেশ, সড়কে যান চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২২

রাজধানীর পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে হামলার প্রতিবাদে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে চলছে সমাবেশ।

আজ (রোববার) বিকেল ৩টার পর এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন।

বিএনপির সমাবেশের কারণে আশপাশের এলাকায় যানজট দেখা গেছে। নয়াপল্টনে সড়ক বন্ধ রয়েছে। পল্টন থেকে কাকরাইলগামী সড়কে গাড়ির তীব্র জট লেগে গেছে। আশপাশের সড়কে প্রবেশের ক্ষেত্রেও বেগ পেতে হচ্ছে।

দুপুর ১টার আগে থেকেই রাজধানী ও এর আশপাশের অঞ্চলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। এর ফলে নয়াপল্টনের সড়কে দুপুর থেকেই গাড়ির চাপ বাড়তে থাকে। সমাবেশ শুরুর আগে থেকেই গাড়ির জট শুরু হয়। 

সরকারি অফিস শেষ হয় বিকেল ৩টায়। বিএনপির সমাবেশের কারণে শুধু তারা নন, বাসায় ফেরার জন্য যানবাহনে উঠে বেকায়দায় পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকে বাস ছেড়ে হেঁটে বাসায় যাচ্ছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি