ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

নয়াপল্টনে বিচারপতি মানিকের ওপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:২৩, ৩ নভেম্বর ২০২২

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।  হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর এবং তার সঙ্গে থাকা সরকারি গানম্যান ও গাড়িচালককেও মারধর করে।

বুধবার (২ নভেম্বর) বিকালে রাজধানীর পল্টন এলাকায় একটি মিছিল থেকে তার গাড়িতে হামলা হয়। সে সময় তিনি গাড়িতেই ছিলেন। 

ঘটনার সময় নয়াপল্টনে যুবদলের প্রতিবাদ সমাবেশ চলছিল। ওই সমাবেশে মিছিল নিয়ে নেতাকর্মীদের যোগ দিতে দেখা গেছে। বিচারপতি মানিকের অভিযোগ বিএনপির কর্মীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। 

বিচারপতি মানিক একটি টকশোতে অংশ নিতে একুশে টেলিভিশনে যাচ্ছিলেন। 

হামলার ঘটনার বর্ণনা দিয়ে বিচারপতি শাসুদ্দিন চৌধুরী মানিক একুশে টেলিভিশনকে বলেন, “আমি যখন পল্টন থানার কাছে এসেছি, তখন বিএনপির জমায়েত থেকে মাইকিং করা হচ্ছিল যে, ‘আপনারা গাড়ি নিয়ে যেতে পারেন, একটা রাস্তা খোলা আছে, কোনো অসুবিধা নেই, আমরা শান্তিপ্রিয় মানুষ’। সামনে একটা পুলিশের গাড়িও ছিল।

“আমার গ্যানম্যান পুলিশের গাড়ির কাছে গিয়ে জানতে চাইলে তারা বলে, ‘আমাদের পেছনে আসেন, কোনো অসুবিধা নেই’। একটু আগানোর পরই কয়েকজন চেঁচিয়ে উঠল- ‘এই যে মাইনকা যায়, ধরো’। তখন ৩০-৪০ জন লোক এসে জোর করে গাড়ির কাচ খুলল, তারপর আমাকে নাকে-মুখ, দাঁতে মারল, দাঁত থেকে কিছুটা রক্তও বেরিয়েছে।  গানম্যানকেও মেরেছে। ড্রাইভারকেও মারল। তারপর তারা গাড়ির কিছু ক্ষতি করেছে। গাড়ির বাম দিকের মিরর ভেঙেছে, গাড়িতে লাথি, কিল-ঘুষিও মেরেছে।”   

তিনি আরও জানান, এক পর্যায়ে সেখানে বিএনপির দুই-তিনশ লোক সেখানে জড়ো হয় এবং তাকে মেরে ফেলারও হুমকি দিতে থাকে।

ঘটনার সময় আশেপাশে কোনো পুলিশ ছিল না জানিয়ে তিনি বলেন, “পরে আমার গানম্যান খুব ট্যাক্টফুলি গাড়িয়ে ঘুরিয়ে পেছন দিক দিয়ে নিয়ে এসেছে, আর সামনের দিকে যেতে পারিনি।” 

এ ঘটনায় মামলা করা হবে জানিয়ে বিচারপতি মানিক বলেন, “ডিসির কথা হয়েছে। তিনি আমার গানম্যানকে পাঠাতে বলেছেন মামলা করার জন্য।”

বিচারপতি মানিক বলেন, “আমাদের কারো জীবনের নিরাপত্তা নেই বলেই মনে হচ্ছে আজকে। আমাকে যেভাবে ওরা আক্রমণ করল, আমার সাথে একজন গানম্যান, তারপরও কিছু আসে যায় না।”

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি