ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘পগবা কেন ভালো, সেটা সে বুঝে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ১৯ জুলাই ২০১৮

ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার জোস মরিনহো মনে করেন, পল পগবা কেন ভালো ফুটবলার সেটা সে নিজে জানে। এবং বড় টুর্নামেন্টে নিজেকে সে প্রমাণ করতে পারে।

রেড ডেভিলস মিড ফিল্ডার পগবা বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচেও পেয়েছেন গোল। রাশিয়া বিশ্বকাপের শেষ তিন ম্যাচে দারুণ জ্বলে উঠেছিলেন পগবা।

তার পারফরমেন্স বিষয়ে মরিনহো বলেন, দ্বিতীয়ার্ধে পগবার পারফরম্যান্স অনবদ্য। একটি বিজয়ী দলের জন্য তার পারফরম্যান্স-ই যথেষ্ট। ২০১৬ সালের আগস্টে ৮৯ মিলিয়ন ডলারে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। তবে ২০১৭-১৮ মৌসুমে তিনি দল থেকে ছিটকে যান।

এদিকে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ তে দল থেকে ছিটকে যাওয়ার পর বিশ্বকাপের পারফরম্যান্স আবারও দলে তার অবস্থান শক্ত করবে বলে আশা করা হচ্ছে। আবারও তাকে দলে ফেরানো হবে। আমরা দেখেছি সে খুব দায়িত্ববান। সে লড়তে জানে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি