ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

পগবার জোড়া গোলে ম্যানইউর জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ২৭ ডিসেম্বর ২০১৮

হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে জোড়া গোল করেছেন পল পগবা। জালের দেখা পেয়েছেন নামাঞ্জা ম্যাটিচও। অতিথিদের হয়ে একমাত্র গোলটি করেছেন জরগেনসন। তাতে বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার ওল্ড ট্রাফোর্ডে ৩-১ ব্যবধানে জিতেছে সুলশেয়ারের দল।  

ঘরের মাঠে খেলতে নেমে প্রথম গোলটি পেতে ম্যানইউকে অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। সার্বিয়ার মিডফিল্ডার নামাঞ্জা ম্যাটিচের হেডে এগিয়ে যায় ইউনাইটেড। প্রথমার্ধে ওই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪তম মিনিটে ইউনাইটেডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পল পগবা। আন্ডার হেরেরার ক্রস থেকে বল পেয়ে মরিনহো উত্তর সময়ে নিজের প্রথম গোলটি করেন এই ফ্রেঞ্চম্যান।

এরপর ম্যাচের ৭৮তম মিনিটে আবারও পগবার গোল। এবার লিনগার্ড ছিলেন বলের যোগানদাতা। মৌসুমে প্রিমিয়ার লিগে এটি তার ষষ্ঠ গোল।

তবে ম্যাচের ৮৮তম মিনিটে পয়েন্ট তালিকার তলানির দলটি একটি গোল শোধ করে। গোলটি শোধ করেন জরগেনসন। ফলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি