ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

পগবার জোড়া গোলে ম্যানইউর বড় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৩১ ডিসেম্বর ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথের বিপক্ষে জোড়া গোল করেছেন পল পগবা। জালের দেখা পেলেন মারকাস র‌্যাশফোর্ড ও রোমেলু লুকাকু। প্রতিপক্ষের হয়ে সান্ত্বনার গোলটি করেছেন আকে নাথান। ফলে বছরের শেষটা দুর্দান্ত করলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ৪-১ গোলে জিতেছে ওলে গানার সোলশারের শিষ্যরা। এ জয়ে ২০ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থেকে নতুন বছর শুরু করবে ম্যানইউ।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রাখে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে মার্কাস রাশফোর্ডের ডিফেন্সচেরা পাস ধরে দলকে এগিয়ে দেন পগবা।

এরপর ম্যাচের ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ইউনাইটেড। আন্দের এররেরার বাড়ানো ক্রসে হেডে জাল খুঁজে নেন পগবা। বিরতির ঠিক আগে ৪৫তম মিনিটে দলের তৃতীয় গোল করেন প্রথম গোলের জোগানদাতা রাশফোর্ড। দারুণ লফটেড পাসে তাকে গোল করতে সহায়তা করেন অ্যান্থনি মার্শাল। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আকে নাথান হেডে ব্যবধান কমান।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৭২তম মিনিটে র‌্যাশফোর্ডের ক্রস থেকে ব্যবধান আরও বাড়ান বেলজিয়ামের ফরোয়ার্ড লুকাকু। সাত মিনিট পর রায়ান ফ্রেসারকে ফাউল করে লালকার্ড দেখেন ইউনাইটেডের এরিক বেইলি। তবে দলের শক্তি কমলেও শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের ষষ্ঠ অবস্থান ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুল ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। ম্যানচেস্টার সিটি ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। চতুর্থ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৪৩। আর ৩৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি