ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পছন্দের মেয়ে খুঁজে পেয়েছেন সালমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কখনও সঙ্গীতা বিজলানি, কখনও ক্যাটরিনা কাইফ আবার কখনও ইউলিয়া ভানতুর। একের পর এক সেলিব্রিটির সঙ্গে নাম জড়িয়েছেন ভাইজান। কিন্তু, কারও সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসা হয়নি সালমান খানের। জীবনসঙ্গিনী খুঁজতেই কেটে গেছে ৫২টি বসন্ত। বয়স অনেক হলেও, সালমানের জন্য সঙ্গিনী খোঁজা বন্ধ হয়নি। আর এবার সেই অপেক্ষার পালা শেষ।

এক টুইটে সালমান নিজেই জানালেন, ‘মুঝে লড়কি মিল গ্যায়ি’, অর্থাৎ সালমান নাকি মেয়ে খুঁজে পেয়েছেন।

ভাইজানের ওই টুইট দেখেই তাঁর ভক্তদের মধ্যে জোর জল্পনা শুরু হয়ে গেছে। বলিউডের সবচেয়ে ‘এলিজিবল ব্যাচেলর’ কাকে খুঁজে পেলেন, এই নিয়ে চলছে জোর গুঞ্জন।

যদিও সূত্রের খবর, আগামী সিনেমার জন্য নাকি নায়িকা খুঁজে পেয়েছেন সালমান খান। তারপরই দিয়েছেন ওই স্ট্যাটাস। কিন্তু কিছুক্ষণ পরেই নিজের জন্য নয়, সালমান তার বোনের স্বামী আয়ুশ শর্মার জন্য সিনেমার নায়িকা খুঁজে পেয়েছেন এমনটাই জানালেন।

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি