ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ে মুঘল স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন (ভিডিও)

প্রকাশিত : ১০:২৩, ২২ মে ২০১৯

মুঘল স্থাপত্যশৈলির অনন্য নিদর্শন পঞ্চগড়ের মির্জাপুর শাহী মসজিদ। মসজিদটির টেরাকোটার নকশা আর স্থাপন্য শৈলি মুগ্ধ করে দর্শনার্থীদের। দৃষ্টিনন্দন নির্মাণশৈলি মন কাড়ে তাদের।

পঞ্চগড়ের আটোয়ারীর মির্জাপুর এলাকায় মোঘল আমলের মির্জাপুর শাহী মসজিদ। মসজিদের শিলালিপি ঘেঁটে প্রতœতত্ত্ববিদরা ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি ১৬৫৬ সালে নির্মিত হয়েছে।

তবে মসজিদটি কে নির্মাণ করেছেন এটি নিয়ে আছে বিতর্ক। কেউ মনে করেন মালিক উদ্দিন নামে মির্জাপুর গ্রামেরই এক ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। আবার কেউ কেউ বলে, দোস্ত মোহাম্মদ নামে এক ব্যক্তি মসজিদটির নির্মাণ কাজ শেষ করেন। তবে প্রতœতত্ত্ববিদদের ধারণা, মসজিদে থাকা ফারসি ভাষার একটি শিলালিপিতে অনুমান করা হয় শাহ সুজার শাসনামলে মসজিদটি নির্মাণ করা হয়েছিল।

১৬৭৯ খ্রিষ্টাব্দে নির্মিত ঢাকা হাইকোর্ট মসজিদের সাথে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণ শৈলীর মিল রয়েছে। মসজিদটিতে একই সারিতে তিনটি গম্বুজের কোণায় আছে একটি করে মিনার।

মসজিদটির দৃষ্টিনন্দন নির্মাণশৈলি মুগ্ধ করে পর্যটকদের। স্থানীয়দের কাছে মসজিদটি কেবল একটি মসজিদই নয়, বরং ইতিহাস আর ঐহিত্যের স্মারক।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি