ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ের ২৬টি নদ-নদী পরিণত হয়েছে মরা খালে

প্রকাশিত : ১৪:০০, ৬ মে ২০১৬ | আপডেট: ১৩:১৯, ৬ মে ২০১৬

উজানে ভারতের বাধ নির্মানের ফলে পঞ্চগড়ের ২৬টি নদ-নদী নাব্যতা হারিয়ে পরিণত হয়েছে মরা খালে। নদীর শুকিয়ে যাওয়া অংশে এখন চাষ হচ্ছে ধান। আর সার-কীট নাশকের কারণে বিলুপ্তির পথে নদীর মাছ। পরিবেশবিদরা বলছেন, এখনই নদী খননের ব্যবস্থা করা না হলে একসময় নদীগুলো হারিয়ে যাবে। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের ২৬টি নদ-নদীর বেশির ভাগেরই জন্ম ভারতের হিমালয় ও সেবক পাহাড়ে। এক সময়ের খরস্রোতা নদীগুলো এখন মৃত প্রায়। পানি উন্নয়ন বোর্ডই বলছে, উজানে ভারতের বাঁধ নির্মাণের কারণেই এ অবস্থা। নদীগুলো শুকিয়ে এখন মরা খালে পরিণত হওয়ায় নদীর মাঝেই এখন হচ্ছে ধান চাষ। চলতি বোরো মৌসুমে করতোয়া, তালমা, ডাহুক, কুড়–ম, পাথরাজ, চাওয়াইসহ ২৬টি নদীতে এ বছর প্রায় ১’শ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ধান চাষে সার কীটনাশক ব্যবহারে সেগুলো পড়ছে নদীতে। নদী বাঁচাতে এখনই ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। স্থানীয়রাও নদ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি