পটিয়ায় মালঞ্চের ৪০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত : ২৩:৩৬, ২ জুন ২০১৯
পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী ‘মালঞ্চ প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উৎসব পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রামের পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মালঞ্চ সভাপতি অধ্যাপক অজিত মিত্রের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিবুকান্তি দাশের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরণ্য সাংবাদিক ও লেখক নাসিরুদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সংস্কৃতিজন ও পুথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী, মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি বড়ুয়া, আহমদ কবির, অধ্যক্ষ আবু তৈয়ব, অধ্যাপক অভিজিত বড়ুয়া, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ সৈয়দ, প্রধান শিক্ষক এস এম একে জাহাঙ্গীর, মো. লিয়াকত আলী, এড.খুরশীদ আলম, অধ্যাপক ভগিরত দাশ, সাংবাদিক হারুনুর রসিদ সিদ্দিকী, আবদুল হাকিম রানা,ডা.পিন্টু কুমার দে,সোহেল পারভেজ সুমন, আবদুর রহমান রুবেল, রুদ্রু সাজেদুল করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাসিরুদ্দিন চৌধুরী বলেন,‘পটিয়ার ইতিহাস ঐতিহ্য খুবই গৌরবান্বিত।এখানেই শিল্প সাহিত্যের উবর্র ভূমি। ইতিহাসের গৌরবদীপ্তি ব্যক্তিত্বদের গৌরবগাঁথা প্রজম্মের সামনে তুলে ধরতে উদ্যোগ নিতে হবে। এজন্য সরকারি বেসরকারী ও ব্যক্তিগত পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে।’নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী আরও বলেন,‘কবীন্দ্র পরমেশ্বর, বদিউদ্দিন কাজী, শেখ ফয়জুল্লাহ, চম্পা গাজী, সৈয়দ সুলতান, আবদুল করিম সাহিত্যবিশারদ, মনিরুজ্জামান ইসলামাবাদী, ড. আহমদ শরীফ, নূর মোহাম্মদ সাহিত্যরত্ন, আবদুস সাত্তার, শরচ্চন্দ্র দাসসহ পটিয়ার অসংখ্য সাহিত্যিক ও গবেষক তাঁদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুগে যুগে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তাঁদের ধারাবাহিতকতায় সাহিত্য ও সাহিত্যিক-গুণীজনদের মূল্যায়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে মালঞ্চ।’
এমএস/কেআই
আরও পড়ুন