ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করতে মানবন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৯, ৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

পটুয়াখালী মেডিকেল কলেজ স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করতে মানবন্ধন করেছে পটুয়াখালীবাসী।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে  প্রতিষ্ঠান স্থানান্তরের প্রতিবাদে এক মানবন্ধন হয়। এতে বক্তারা বলেন, স্থানান্তরের নাম করে পটুয়াখালী মেডিকেল কলেজকে একটি বিরোধপূর্ণ ফসলী জমিতে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে একটি মহল। পরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, প্রায় ২৪ একর জায়াগা জুড়ে রয়েছে বর্তমান ক্যাম্পাসটি। আর তাই ক্যাম্পাসকে নতুন স্থানে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র কিছুতেই মেনে নেয়া হবে বলেও জানান তারা।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি