ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পতেঙ্গায় জাহাজে আগুন: মিললো ২ জনের মরদেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৯:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

চট্টগ্রামের পতেঙ্গা বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে 'বাংলার জ্যোতি' নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডে ২ জনের মরদেহ পাওযা গেছে। নিহতদের একজন জাহাজটির ডেক ক্যাডেট সৌরভ। অন্য জনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ শনাক্ত করা যায়নি।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি বলেন, বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে সেখান থেকে আমরা দুইজনের লাশ উদ্ধার করি।

তবে জাহাজটির মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পক্ষ থেকে নিহতের কথা সরাসরি স্বীকার করা হয়নি।
 
এর আগে সোমবার সকালে আগুন লাগে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে। এটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে আনত।

দুর্ঘটনার সময় প্রায় ১১ হাজার টনের বেশি অপরিশোধিত তেল ছিল এ ট্যাংকারে। আগুন নেভাতে কাজ করে  নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর ও  ফায়ার সার্ভিস।  

বাংলার জ্যোতির মালিকানা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ব বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে। জাহাজে থাকা ১১ হাজার ৭শ' টন তেল সুরক্ষিত আছে।

তিনি আরও জানান, আমদানি করা তেল পরিবহন করে এই ট্যাংকারটি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি