ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পথের পাঁচালীর ‘দুর্গা’ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ১৮ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

কিংবদন্তী সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘পথের পাঁচালী’। এই একটি মাত্র সিনেমায় অভিনয় করেই বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন উমা দাশগুপ্ত। ‘পথের পাঁচালী’ চলচ্চিত্রে কিশোরী দুর্গা চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। পেশাগত জীবনে তিনি ছিলেন শিক্ষক।

এই অভিনেত্রী সোমবার (১৮ নভেম্বর) মৃত্যুবরণ করেছেন। পশ্চিমবঙ্গের একটি দৈনিককে অভিনেত্রীর মৃত্যুর খবরটি জানান অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।

জানা গেছে, দীর্ঘ দিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার অভিনেত্রী উমা চলে গেলেন পরপারে। এদিন সকালে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

শৈশব থেকেই থিয়েটার করা উমাদেবীকে আবিষ্কার করেছিলেন মানিকবাবু। যদিও তার বাবা চাননি মেয়ে সিনেমায় আসুক। তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক। আর বাকিটা ইতিহাস। মুক্তির পর দর্শক না পেলেও সময়ের স্রোতে পথের পাঁচালী হয়ে উঠেছে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এক আভিজাত্যের পরিচয়।

সিনেমায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয়, কাঁদিয়েছিল আপামর দর্শককে।সেই দুর্গার বাস্তব প্রয়াণে শোকে ন্যুয়ে পড়েছে টলিপাড়া তথা বাংলা সিনেমার দর্শক।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি