পদ পেতে অদ্ভূতকাণ্ড, ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি
প্রকাশিত : ১৯:১৫, ২০ মার্চ ২০২৫

‘হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি দিয়েছেন তিনি। ব্যবস্থা নেওয়া না হলে বিশৃঙ্খলা করার হুমকিও দেয়া হয় চিঠিতে। এই কর্মকর্তার বিরুদ্ধে করদাতাকে হয়রানি করার অভিযোগও মিলেছে।
গত ১১ ফেব্রুয়ারি একটি চিঠি পান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের গাজীপুর কর অঞ্চলের কমিশনার খালেদ শারিফ আরেফিন। চিঠিতে এক ডেপুটি কমিশনারের বিরুদ্ধে বিষোদগার করা হয়। ওই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া না হলে বিশৃঙ্খলা ও সমস্যা করার হুমকিও দেয়া হয় চিঠিতে।
চিঠি পেয়ে তদন্তে নামেন কর কমিশনার। তিনি জানতে পারেন, চিঠি এসেছে টাঙ্গাইল থেকে। পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তিনি। খুঁজে বের করে চিঠি পোস্ট করা ব্যক্তিকে। যিনি ছিলেন সহকারী কমিশনার রেজাউল গনির ব্যক্তিগত গাড়িচালক। এরপর রেজাউল গনিকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনার।
প্রথমে অভিযোগ অস্বীকার করেন রেজাউল গনি। কিন্তু গাড়িচালক সাক্ষ্য দিলে ঘটনা স্বীকারে বাধ্য হন। এরপর দায় স্বীকার করে কমিশনারের কাছে ক্ষমা চান রেজাউল।
কর্মকর্তারা জানান, রেজাউল গনি কর অঞ্চলের হেড কোয়ার্টার পদে আসতে অনেকদিন ধরেই বিতর্কিত কর্মকান্ড করছিলেন। বিরোধে জড়িয়ে পড়েন কর্মকর্তাদের সঙ্গে। সবশেষ ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি পাঠান। গত ২৪ তারিখ এ ঘটনায় রেজাউলকে শোকজ করেন কমিশনার।
এসব বিষয়ে বক্তব্য জানতে টাঙ্গাইলে কর্মস্থলে পাওয়া যায়নি রেজাউল গনিকে। মুঠোফোনে ক্ষুদে বার্তায় তিনি জানান, কর কমিশনার যথাযথ ব্যবস্থা নিয়েছেন। তার এ বিষয়ে আর কিছু বলার নেই।
ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ
এদিকে, রেজাউলের বিরুদ্ধে করদাতাদের হয়রানি করার অভিযোগও মিলেছে। গত ১৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ দেন টাঙ্গাইলের করদাতার শাহজাহান মিয়া। কর্মকর্তারা জানান, এর আগেও বিভিন্ন কর অঞ্চলে রেজাউলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন করদাতারা।
এসএস//
আরও পড়ুন