ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

জীবনী লেখকের পরামর্শ

পদত্যাগেই মঙ্গল সু চির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৮ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১২:১২, ১৮ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর চলমান গণহত্যা দেখেও মুখে কুলুব এটে রাখার চেয়ে পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির এখন পদত্যাগ করাই মঙ্গল। এমনটাই মনে করেন সু চির জীবনীগ্রন্থ লেখক পিটার পপহ্যাম।


তিনি বলেন, একটি অগণতান্ত্রিক সংবিধানের সঙ্গে আপসে যাওয়া সু চির জন্য একটি বড় ভুল। তিনি নিজেও এই সংবিধানকে পছন্দ করেন না। আজকের দিনে এটা সত্য যে, সু চি দেশটির সবচেয়ে ক্ষমতাধর বেসামরিক নাগরিক। কিন্তু তার পরও তিনি দেশের সরকারের ওপর নিয়ন্ত্রণ রাখা তো দূরের, রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও ঘুরে দাঁড়াতে পারছেন না।


লেখক পিটার পপহ্যাম বলেন, বর্তমান পরিস্থিতিতে সু চির দুর্বলতার পেছনে একাধিক ব্যাখ্যা থাকতে পারে। যার একটি অপরটির স্ববিরোধী। একটিতে বলা হচ্ছে, বৌদ্ধদের সঙ্গে তার মিল, তিনিও বৌদ্ধ। আর সে কারণে তার মধ্যেও ইসলাম সম্পর্কে বিদ্বেষ রয়েছে।


পপহ্যাম বলেন, সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানানো দূরের, তিনি নিজেই এখন তাদের হাতের পুতুল। সেনাবাহিনীর বিধ্বংসী কাজের তিনিই প্রধান প্রশংসাকারী। সিনিয়র জেনারেল মিন অং হদ্মাইং রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্বরতা চালাচ্ছেন, আর তারই স্তুতি গেয়ে যাচ্ছেন সু চি।


পপহ্যাম মনে করেন, মিয়ানমারের কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে এবং বিশ্বে পরিচিত মিয়ানমারের একমাত্র মুখ হিসেবে তার দুর্বলতার একটা ব্যাখ্যা দেওয়া জরুরি হয়ে পড়েছে। খুবই দুঃখের বিষয়, সু চি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘকাল লড়াই করে এলেও রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর বর্বরতাকেই সমর্থন দিচ্ছেন সু চি।


সু চি বলছেন, রাখাইনে রোহিঙ্গারাই ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এসব কথায় বিশ্বে নিন্দার ঝড় উঠলেও তিনি নীরব। কেন এমন দুর্বল সু চি? এ প্রসঙ্গে পিটার বলেন, ২০১১ সালে তিনি বলেছিলেন, আগের জান্তা সরকারের সঙ্গে নির্বাচনে যেতে তিনি অস্বীকার করেছেন মূলত তাদের তৈরি সংবিধানের কারণেই। কারণ, ওই সংবিধান কেবল সেনাবাহিনীর একচ্ছত্র আধিপত্যকেই নিশ্চয়তা দিয়েছিল। তারা চাইলে যে কোনো সময় লাথি মেরে ফেলে দিতে পারত যে কোনো নির্বাচিত সরকারকে। কিন্তু এর পাঁচ মাস পরেই সুর পাল্টে ফেলেন। এর পেছনেও ছিল যুক্তরাষ্ট্রের চাপ, বিশেষ করে ওবামার পক্ষ থেকে।


ওবামার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই চাপ অব্যাহত রেখেছিলেন সু চির ওপর। শেষ পর্যন্ত তিনিও রাজি হলেন সেনাবাহিনীর খসড়া সংবিধানের অধীনে নির্বাচনে যেতে।

সূত্র দ্য ইনডিপেনডেন্ট।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি