পদোন্নতি পেলেন আরো ১৫ ডিআইজি
প্রকাশিত : ২২:০৬, ১৮ অক্টোবর ২০১৭
বাংলাদেশ পুলিশের ১৫ অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল-ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে পূর্ণাঙ্গ ডিআইজি পদে পদোন্নতি দেয়া হয়েছে।
একই দিন পৃথক একটি প্রজ্ঞাপনে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পিটিসি টাঙ্গাইলের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) ড. হাসান-উল-হায়দার, কেএমপির পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবির, পুলিশ টিঅ্যান্ডআইএম-এর অতিরিক্ত ডিআইজি মোর্শেদুল আনোয়ার খান, র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মো. শাহাবউদ্দিন খান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) ওয়াই এম বেলালুর রহমান, আরএমপির পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) মো. মাহাবুবর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলী মিয়া, র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) সেলিম মো. জাহাঙ্গীর, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, র্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) খন্দকার লুৎফুল কবির এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ।
প্রজ্ঞাপনের এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
ডব্লিউএন
আরও পড়ুন