ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

পদ্মশ্রী পদকপ্রাপ্ত রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুল দিয়ে বরণ করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ৭ মে ২০২৪ | আপডেট: ১৬:৫৪, ৭ মে ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মঙ্গলবার (৭ মে ) গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।  

সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে পদ্মশ্রী সনদ হাতে বঙ্গবন্ধুর দুই কন্যার সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা ছবি তোলেন।

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা। 

সংগীতে অসামান্য অবদানের জন্য গত ২২ এপ্রিল ভারত সরকার রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী সম্মাননা প্রদান করে। 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি