পদ্মা ও আড়িয়াল খাঁ’র ভাঙ্গনে হুমকির মুখে বেশ কয়েকটি গ্রাম, বিলীন হয়েছে অনেক এলাকা
প্রকাশিত : ১২:০২, ২৪ জুলাই ২০১৬ | আপডেট: ১২:০২, ২৪ জুলাই ২০১৬
পদ্মা ও আড়িয়াল খাঁ’র ভাঙ্গনে হুমকির মুখে ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রাম। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেক এলাকা। এদিকে লালমনিরহাটের রাজপুরে তিস্তার প্রবল ¯্রােতে ভাঙ্গছে পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ। জামালপুরে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
ফরিদপুরে আড়িয়াল খাঁ ও পদ্মায় পানি বাড়ছে। শুরু হয়েছে তীব্র ভাঙ্গন। এরিমধ্যে চর মানাইর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বিলীন হয়েছে নদীগর্ভে।
এছাড়া চরভদ্রাসন, সদরপুর, ঢেউখালী ও চরনাসিরপুর ইউনিয়নের অনেক জায়গায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ।
এদিকে লালমনিরহাটে তিস্তার ভাঙনের মুখে পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ। শনিবার সকাল থেকে লালমনিরহাট সদরে রাজপুর ইউনিয়নে বাঁধটি ভাঙতে শুরু করে। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় স্থানীয়রা বালু ভর্তি জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করছেন।
সিংক- রতন সরকার, সেকশনাল অফিসার, পানি উন্নয়ন বোর্ড
শংকিত হয়ে পড়েছেন ওই ইউনিয়নের ছয় গ্রামের সহ¯্রাধিক পরিবার।
যমুনা নদীর পানি বাড়তে থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইসলামপুরের নোয়ারপাড়া, চিনাডুলি, কুলকান্দি, পলবান্ধা ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জের চুকাইবড়ি ডাংধরা ও বাহাদুরাবাদ ইউনিয়নের কমপক্ষে ৪০টি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। পানিবন্দী প্রায় ৩০ হাজার মানুষ।
আরও পড়ুন