পদ্মা সেতু প্রকল্পের ৪৩ শতাংশ কাজ হয়েছে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৮:২৭, ১২ মে ২০১৭ | আপডেট: ১৮:৩৫, ১২ মে ২০১৭
পদ্মা সেতু প্রকল্পের ৪৩ শতাংশ কাজ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মুন্সীগঞ্জে শ্রীনগরের দোগাছিতে সেতুর সার্ভিস এরিয়া-১ এর সভাকক্ষে তিনি বলেন, শিডিউল অনুযায়ি কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মূল অবকাঠামো নির্মাণে এখন আর কোন বাঁধা নেই। কিছুদিনের মধ্যেই পিলারের উপর স্প্যান বসানোর কাজ শুরু হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী যথাসময়ে পদ্মা সেতু উদ্বোধন করবেন বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
আরও পড়ুন