পদ্মা সেতুতে ঈদযাত্রায় টোল আদায়ে নতুন মাইলফলক
প্রকাশিত : ১৭:৪৫, ৩১ মার্চ ২০২৫

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে শনিবার পর্যন্ত উভয় প্রান্তের টোল প্লাজায় মোট টোল আদায় হয়েছে ২ হাজার ২৭৭ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৪৫৯ টাকা। আর চলতি ঈদযাত্রার পাঁচ দিনে শনিবার পর্যন্ত পদ্মা সেতু হয়ে পার হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩২৭টি যানবাহন, যার মাধ্যমে টোল আদায় হয়েছে ১৭ কোটি ৪২ লাখ ২১ হাজার ৭০০ টাকা—এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষের পরিচালক আলতাফ হোসেন জানিয়েছেন, শেষ মুহূর্তের ঈদযাত্রায় দক্ষিণাঞ্চলের ২১ জেলার লাখো মানুষ পদ্মা সেতু হয়ে ঘরে ফিরছেন। তবে মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজায় যানবাহনের তেমন চাপ নেই, বরং কিছু সময়ের জন্য পুরোপুরি ফাঁকাও থাকছে প্লাজা এলাকা।
গত শনিবার পদ্মা সেতু দিয়ে পারাপার হয়েছে ৩৬ হাজার ৯২৪টি যান, যার মধ্যে ৮ হাজার ৭৫০টি ছিল মোটরসাইকেল। এদিন মোট ৪ কোটি ৭ লাখ ৯২ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে।
ঈদযাত্রার চাপ নিয়ে আলতাফ হোসেন আরও বলেন, লম্বা ছুটির কারণে এবার সেতুতে যানবাহনের চাপ তুলনামূলক কম। রোববার ভোরে কিছু সময়ের জন্য টোল প্লাজায় দীর্ঘ সারি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাত পোহালেই ঈদ, তাই কর্মজীবী ও ব্যবসায়ীরা পরিবার নিয়ে বাড়ির পথে ছুটছেন। এ কারণে রোববারও অস্থায়ী টোল বুথ চালু রাখা হয়। বর্তমানে ৯টি লেনে টোল আদায় করা হচ্ছে। তবে অনেকে গরম ও যানজট এড়াতে সেহেরির পরপরই যাত্রা শুরু করেন, ফলে সকালে কিছুটা চাপ থাকলেও দুপুরের পর তা অনেকটাই কমে আসে।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও যান চলাচল ছিল স্বাভাবিক। রোববার সকাল থেকে ১৩ কিলোমিটারজুড়ে কোনো যানজটের সৃষ্টি হয়নি।
এসএস//
আরও পড়ুন