ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মা সেতুতে বসানো হয়েছে প্রথম রোড-ওয়ে স্ল্যাব

প্রকাশিত : ১৫:৩৮, ১৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:৩২, ২১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে গাড়ি চলাচলের জন্য রোড-ওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়েছে। দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে স্প্যানে একটি স্ল্যাব বসানো হয়েছে।

আজ মঙ্গলবার জাজিরা প্রান্তে ৪১ ও ৪২ নম্বর পিলারের মধ্যবর্তী ৭এফ স্প্যানে বসলো প্রথম স্ল্যাব। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে পদ্মা সেতুতে রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই মিটার প্রস্থ ও প্রায় ২২ মিটার দৈর্ঘ্যের রোডওয়ে স্ল্যাবগুলো স্প্যানে বসবে। এ জন্য জাজিরা ও মাওয়া প্রান্তে প্রস্তুত করে রাখা আছে ৫০০টি স্ল্যাব। আর পুরো সেতুতে বসানো হবে ২ হাজার ৯৩১টি স্ল্যাব।

এক সহকারী প্রকৌশলী জানান, আগামীকাল থেকে বাকি স্ল্যাব বসানো হবে স্প্যানগুলোতে। একটি স্প্যানে ৭৪টির মতো রোডওয়ে স্ল্যাব বসানো হবে।

প্রসঙ্গত, পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। এ পর্যন্ত সেতুটিতে ৮টি স্প্যান বসানো হয়েছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানো হয়। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি